মোঃ ছালাহউদ্দিননপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলার মনপুরায় পুকুরে সাাঁতার শিখতে গিয়ে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই চাচাতো ভাই বোনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত শিশু ২টির মৃত্যু ঘোষনা করেন। পরে স্বজনেরা মৃত শিশুদের নিয়ে নিজ বাড়ীতে চলে যান।
মৃত শিশুদের পরিবারসূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সকালের খাবার শেষে সাতাঁর শিখতে ঘরের পাশের পুকুরের যায় দুই চাচাতো ভাই-বোন। শিশুদের মা ঘরের কাজ শেষ করে শিশুদের খোঁজ করেন। কোথাও শিশুদের দেখতে না পেয়ে পুনরায় পুকুরের পানিতে খোঁজ করেন। খোঁজ করার এক পর্যায়ে পুকুরের তলদেশে ২ শিশুর দেহ উদ্ধার করা হয়। পরে বাড়ীর লোকজন এসে পুকুর থেকে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । দুপুর ১২ টায় জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুদের মৃত ঘোষনা করেন।
মৃত শিশুরা হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিজল এর মেয়ে লিয়া(১০) এবং বাড়ীর পাশের মোঃ মন্তাজের (৬)ছয় বছরের ছেলে মোঃ আদর।
এই ব্যাপারে মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে। সম্ভবত শিশুদের পানিতে মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর দেখলাম তাদের শরীরর খুব ঠান্ডা।
দৈনিক দেশতথ্য//এল//