Print Date & Time : 10 May 2025 Saturday 6:01 pm

মনপুরায় ভোটার তালিকা পুর্নবিন্যাস করন উপলক্ষে মতবিনিময়

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা: মনপুরায় নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা পুর্নবিন্যাস করন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়নের মনির বাজার সংলগ্ন স্কুল মাঠে দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ভোটার তালিকা পুর্নবিন্যাসকারী কর্মকর্তা ও হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাচন অফিসার(অতিঃ দাঃ) মোঃ রফিকুল ইসলাম, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার, সাংবাদিক মোঃ ছালাহউদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা আ’লীগ সহকারী প্রচার সম্পাদক মোঃ জসিম হাওলাদার প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, ভোটার তালিকা পুর্নবিন্যাস কাজে ভোটার তালিকা পুর্নবিন্যাসকারী কর্মকর্তা থাকবেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ আগ্রহী প্রার্থীদর ভোটার তালিকা বিন্যাস কাজে সহযোগীতা করার জন্য আহব্বান জানান।
এই সময় স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য মোঃ আব্দুর রহমান, মোঃ আমিন তালুকদার, মোঃ আলমগীরসহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, বাজার ব্যাবসায়ী, তথ্য সংগ্রহকারী ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১নং মনপুরা ইউনিয়ন ও নবগঠিত ৫নং কলাতলী ইউনিয়ন (মোট ২টি) ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ২শত ৮৮ ভোটার ভোটার তালিকা থেকে পুর্নবিন্যাস করা হবে।