মনপুরায় আজ উপজেলা প্রশাসন উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে ।
উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা আ’লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে শেখ রাসেল এর জন্ম দিন পালন করেছেন।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যালী ,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে “শেখ রাসেল দীপ্তময় ,নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলামসহ উপজেলার সকল সরকারি দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post