Print Date & Time : 7 July 2025 Monday 5:58 pm

মনপুরায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা
মনপুরা হারিয়ে যাওয়া ২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ওসি মোঃ সাঈদ আহম্মদ।
শনিবার হারিয়ে যাওয়া ফোন ২টি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ওসি সাঈদ আহম্মদ এর কার্যালয়ে রাত ১০ টায় হস্তান্তর করা হয়।

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম)এর নের্তৃত্বে ভোলা জেলা পুলিশের আইটি শাখার সহযোগীতায় মোবাইল ২টি উদ্ধার করা হয়। মোবাইল ২টির মধ্যে ১টির মালিক মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খান মোঃ টিপু সুলতান । তিনি ১লা জানুয়ারি ২০১৯ তারিখে মোবাইলটি হারিয়ে ফেলেন। হারিয়ে যাওয়া মোবাইলটি ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। অন্যটির মালিক মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের মোঃ রবিন হোসেন। তিনি ২১শে মার্চ ২০২৩ তারিখে মোবাইলটি হােিরয়ে ফেলেন। মোবাইলটি ঢাকার সদর ঘাট থেকে উদ্ধার করা হয়েছে।
হারিয়ে যাওয়া ২টি মোবাইল ফোন ফিরে পেয়ে খুব খুশি মোবাইল ফোনের প্রকৃত মালিকরা। ফোন ফিরে পেয়ে মনপুরা থানা অফিসার্স ইনচার্জ(ওসি) সাঈদ আহম্মদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এব্যাপরে অফিসার্স ইনচার্জ(ওসি) সাঈদ আহম্মদ বলেন, মনপুরা থানা অফিসার্স ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান পর থেকে এখন পর্যন্ত ৫০টির বেশি মোবাইল ফোন এবং ২০ লাখের বেশি টাকা প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//