Print Date & Time : 20 April 2025 Sunday 3:16 pm

মনপুরায় হোম লেভেল প্রশিক্ষন কর্মশালা

মনপুরায় মহিলাদের নিয়ে পারিবারিক খাদ্য ও পুষ্টি ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মনপুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় ২০২৩/২৪অর্থবছরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালা উদ্ভোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান তাওহীদ।
মহিলাদের প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ আবদুল্লাহ আল নোমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন। প্রশিক্ষনে ৪টি ইউনিয়নের ৪০ জন মহিলা প্রশিক্ষন নিয়েছেন। প্রশিক্ষনে পারিবারিক খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//