Print Date & Time : 6 July 2025 Sunday 5:47 am

মনপুরায় ২ জলদস্যু আটক


মোঃ ছালাউদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা :মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাঈদ আহম্মেদের অভিযানে হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর ২ জলদস্যু আটক করেছে পুলিশ।

বুধবার দিবগত রাত ৯টার সময় হাতিয়া উপজেলার তমরুদ্দিন বাজার এলাকা থেকে প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন ছদ্দবেশ ধারন করে জলদস্যুদের আটক করে মনপুরা থানা পুলিশ।
আটককৃত জলদস্যু হলেন, হাতয়িা উপজেলার তমরুদ্দিন মাইজছড়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন বেচু (২১) ও মোঃ নাহিদ হোসেন হদয় (২৬)।
অভিযানে পরিচালনার সময় উপস্থিত ছিলেন এস.আই মোঃ মনির হোসেন ও এ.এস আই ইয়াকুবসহ পুলিশের একটি বিশেষ টিম।
আটক জলদস্যুদের বৃহস্পতিবার মনপুরা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য ভোলার মনপুরায় গত ১৯শে ফেয়োরী মেঘনায় ইলিশ শিকারের সময় ৭ জেলে ট্রলারে হামলা চালায় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। এই সময় জলদস্যুরা এক জেলে ট্রলারসহ প্রত্যেক জেলে ট্রলার থেকে একজন করে ৭ জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গা গহীন বনে নিয়ে যায়। পরে মুক্তিপনের ২ লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেয় জেলেদের।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, প্রযুক্তি ব্যবহার করে হাতিয়া উপজেলার তমরুদ্দিন এলাকা থেকে ২ জলদস্যুকে আটক করা হয়েছে। জলদস্যুদের মোবাইল থেকে মুক্তিপনের ৩০ হাজার টাকা উদ্ধারের প্রক্রিয়াধীন রয়েছে। জলদস্যুদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//