Print Date & Time : 20 July 2025 Sunday 12:27 am

মনপুরায় ৪৩টি স্কুলে বৃত্তি পরিক্ষা: উপস্থিত ২৬৬ , অনুপস্থিত ৫

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সবাদদাতা:
মনপুরায় ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের ২০২২ সনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার প্রানকেন্দ্র হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যান্ত মনোরম পরিবেশে প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলার সর্বমোট ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২৭১ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃত্তি পরিক্ষায় ২৬৬ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অশগ্রহন করে পরিক্ষা দিয়েছে।
পরীক্ষার কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার । কেন্দ্রের পরিক্ষা সার্বক্ষনিক মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। কেন্দ্রে নিবাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. ভিক্টর বাইন ও পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, কোমল মতি শিক্ষার্থিরা অত্যান্ত মনোরম পরিবেশে শান্তিপুর্নভাবে বৃত্তি পরিক্ষা দিয়েছেন। কেন্দ্রের পরিবেশ সন্তেসজনক ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//