সংসদ নির্বাচনকে(৭ই জানুয়ারী)ঘিরে মনপুরায় বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৪ স্তরের নিরাপত্তা বাহিনী যৌথ টহল পরিচালনা করেন।
নির্বাচনের দিন প্রভাবমুক্ত রাখতে ও অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচনের জন্য তাদের এই টহল অব্যাহত থাকবে।
নিরাপত্তা বাহিনীর যৌথ টহলের নের্তৃত্ব দেন এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। নৌবাহিনীর লে.কমান্ডার হাবিবুল্লাহ,কোষ্টগার্ড লে.কমান্ডার তানভির আজমল রিদয়,বিজিপি হাবিলদার নুরজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম।
অবাধ,সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন বিষয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পর্ন করেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//