মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা: ভোলার মনপুরার আনন্দ বাজারে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। দিনে দুপুরে হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। প্রায় ১ ঘন্টার ফায়ারসার্ভিস চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন বাজার ব্যাবসায়ীরা।
ঈদের দ্বিতীয় দিন ১১ জুলাই সোমবার বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনার সূত্রপাত হয়। আগুন লাগার ঘটনায় বাজার ব্যাবসায়ীদৈর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আসায় বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীসহ স্থানীয় হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
খবর পেয়ে দ্রুত উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন আনেন। মনপুরার ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার আবু সাঈদুজ্জামান বলেন, চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সুত্র পাত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো মোঃ রিপনের কীটনাশক দোকান, মোঃ আব্বাস এর জুতার দোকান, মোঃ মিজানের ওষুধের দোকান, মোঃ রাসেল এর মনিহারী দোকান, মোঃ জিহাদ এর ফাের্মসী, মোঃ রাকিব এর চায়ের দোকান, মোঃ খোকনের মুদিদোকান, মোঃ ছাইফুল এর মুদি দোকান, মোঃ জাবেদ এর মুদি দোকান, নুরুজ্জামান ফরাজীর চায়ের দোকান, আইয়ুব আলীর কাঠের দোকান ও মোঃ জামালউদ্দিনের মুদি দোকান । ১২টি দোকান পুড়ে অর্ধ কোটি টাকার বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান বাজার ব্যাবসায়ী সমতির সম্পাদক মোঃ সোহেল মেম্বার।
খবর পেয়ে পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরীর নের্তৃত্বে উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, মোঃ আমিরুল ইসলাম ফিরোজ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী, ইউপি সদস্য মোঃ সোহেল প্রমুখ।
এব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের তালিকা তৈরি করার জন্য নিদের্শ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সরকারীভাবে সহযোগীতা করা হবে বলে তিনি জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও অত্র আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এই অনাকাঙ্খিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post