মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সবাদদাতা : মনপুরা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কমসূচী গ্রহন করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ১০টায় “আগামী প্রজন্মকে সক্ষম করি ,দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। র্যালী শেষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ,মহড়া ও আলোচনা সভায় উপস্থি ছিলেন উপজেলা নির্বাাহী অফিসার(ইউএনও) পাঠান মোঃ সাইফুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামালউদ্দিন,প্রেসক্লাব সহসভাপতি মোঃ শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ অহিদুর রহমানসহ সিপিপি টিমলিডার,ইউনিট সদস্য,বিভিন্ন এনজিও প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Discussion about this post