মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা :
মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়ার বদলি জনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মনপুরা অফিসার্স ক্লাব উদ্যোগে বুধবার রাত সাড়ে ৮টায় অফিসার্স ক্লাব কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া সঞ্চালনা সভার সভাপতিত্ব করেন উপজলা কৃষি অফিসার আহসান তাওহীদ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি(ভারপ্রাপ্ত) একেএম শাহজাহান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, ভেটেরিনারী সার্জন ডা. মোঃ আবু বকর ছিদ্দিক, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা প্রমুখ।
এই সময় সকল সরকারি দপ্তরিক প্রধনগন, সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া মনপুরায় প্রায় ৩বছর কর্মরত ছিলেন। তিনি বদলি জনিত কারনে মনপুরা থেকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন। তার সার্বিক মঙ্গল কামনা করছেন মনপুরা অফিসার্স ক্লাবের নের্তৃবুন্দ।

Discussion about this post