মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা ।।ভোলার মনপুরা খাদ্য অধিদপ্তর কর্তৃক ডিলারদের মাধ্যমে সূলভ মূল্যে প্রতি কেজি ৩০ টাকা করে খোলা বাজারে চাউল বিক্রয় উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের হাজির হাট বাজারে সুলভ মূল্যে প্রতিকেজি চাউল ৩০ টাকা করে খোলা বাজারে বিক্রয় উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার।
এ সময়ে উপস্থিত ছিলেন খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়া, ট্যাগ অফিসার পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া, ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ, খাদ্য পরিদর্শক আজিজুল হক, হাজির হাট বাজার কমিটির সাধারন সম্পাদক আবুয়াল হোসে আবু মেম্বার, ডিলার দুলাল মিয়া এবং আজাদ।
সুলভ মূল্যে চাউল বিক্রয় প্রসঙ্গে খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়া বলেন, সপ্তাহে ৫ দিন সুলভ মূল্যে প্রতি কেজি চাউল ৩০ টাকা করে বিক্রয় করা হবে। ২ জন ডিলার প্রতিদিন ২টন করে মোট ৪টন চাউল বিক্রয় করতে পারবেন। প্রতি ডিলার প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাউল বিক্রয় করবেন। প্রতিদিন ১জন ডিলার ৪শত পরিবারের মাঝে এই চাউল বিক্রয় করবেন।
আর//দৈনিক দেশতথ্য//১ সেপ্টেম্বর-২০২২