Print Date & Time : 8 July 2025 Tuesday 12:24 pm

মনপুরা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা: মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পাালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) বাস্তবায়নে মুক্তি -৩ প্রকল্প কারিতাস এর সহযোগীতায় “মুজিব বর্ষের সফলতা ,দুর্যোগ প্রস্তুতি গতিশীলতা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে অফির্সাস ক্লাব সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে অফির্সাস ক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান,মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবু, কৃষি অফিসার আকাশ বৈরাগী ।
এই সময় সরকারী প্রতিষ্ঠানের দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//