মনপুরা থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় থানার হল রুমে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশ সফল করার জন্য থানা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল ইসলাম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মহিদুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি ছিলেন তজুমুদ্দিন সার্কেল এএসপি মোঃ মাসুম বিল্লাহ।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে বক্তব্য রাখেন, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবাই পুলিশ বাহিনীকে সহযোগীতা করতে হবে। সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারলে আইনশৃঙ্খলার কোন অবনতি হবেনা। কেউ যেন কোন গুজবে কান না দেয়। সে দিকে সকলকে সর্তক থাকতে হবে। দুর্গাপূজা যাতে হিন্দুধর্মালম্বীরা সুন্দর ভাবে তাদের উৎসব পালন করতে পারে সেই দিকে সকলকে নজর রাখতে হবে। দুর্গাপূজায় যেন আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে । সবাই সম্বলিতভাবে একসাথে কাজ করার আহব্বান জানান প্রধান অতিথি ।
এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ,উপজেলার ৪টি ইউনিয়নের জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক,সুশীল সমাজের নের্তৃবৃন্দ,ঈমাম সমিতির নের্তৃবৃন্দ,উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দ, মন্দির কমিটির নের্তৃবৃন্দ,বাজার ব্যবসায়ী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post