Print Date & Time : 11 May 2025 Sunday 9:01 am

মনপুরা থানা পুলিশের উদ্যোগে ইফতার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা : ভোলার মনপুরায় সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার মনপুরা থানা পুলিশের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে দোয়া পরিচালানা করেন হাফেজ মাও. শিহাব উদ্দিন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ও আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ নাইম হাসনাত, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,

দৈনিক দেশতথ্য//এল//