Print Date & Time : 6 July 2025 Sunday 8:37 pm

মনপুরা দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

মনপুরায় জনসম্পৃক্ত করন ,সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সুশীলনের উদ্যোগে ইউনিসেফ এর আর্থিক সহায়তায় অফির্সাস ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরন পরিবতন প্রকল্পের আওতায় কমিউনিটিতে কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জনসম্পৃক্ত করন ,সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালার সঞ্চালন ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রোজেক্ট কোঅর্ডিনেটর রেখা ইয়াছমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার খালিদ হাসান তামিম।
এই সময় প্রজেক্ট অফিসার মাজেদ আলি মল্লিক, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি,ঈমামগন, কাজী, পুরহিত, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//