মনপুরা (ভোলা)সংবাদদাতা: মনপুরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হাজিরহাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে “ পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ”এই প্রতিপাদ্য বিষয়কে সমানে এনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত। ডা.মোঃ আমানউল্যা সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাহ। সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই লুৎফুর রহমান, মৎস্য কর্মকর্তা ভিক্টর ভাইন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রাণিসম্পদ দপ্তরের ফিল্ড এসিষ্টেন্ড মোঃ ফোরকান উদ্দিন, গীতা পাঠ করেন হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র শাওন চন্দ্র শীল।
প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৫০টি স্টলে খামারীরা অংশগ্রহন করেন। উদ্ভোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রত্যেকটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন। পরে সবকয়টি ক্যাটাগরি বিবেষনা করে প্রত্যেক ক্যাটাগরিতে অংশ গ্রহনকারী খামারীদের মধ্য থেকে ১৩ ঁজন খামারীকে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নামের তালিকা ঘোষনা করা হয়। বিজয়ীদের মধ্যে সনদ ও পুরষ্কার বিতরন করা করা হয়েছে। স্টলে অংশগ্রহনকারী প্রত্যেককে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
এই সময় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ খামারিগন,সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//

Discussion about this post