Print Date & Time : 28 July 2025 Monday 3:49 pm

মনপুরা বই বিতরণ উৎসব পালিত

মনপুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ ও বই উৎসব পালিত হয়েছে।

কোমল মতি শিশুরা বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুব খুশি। উৎসব মুখর পরিবেশে কোমলমতি শিশুদের হাতে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে।

১লা জানুয়ারী(সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ শেষে বই উৎসব পালন করা হয়।

“বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন ,শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে বই বিতরন উৎসব পালিত হয়।

বই বিতরণ উৎসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,হাজির হাট মডেল সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র দেবনাথ।

বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,ইন্সট্রাক্টর সাইদ মোঃ রেজাউল করিম,হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,সমাজসেবক মোঃ দিদারুল আলম চৌধুরীসহ স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//