মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা :
মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদালয়ের ইংরেজি শিক্ষক মোঃ হেমায়েত উদ্দিন(৩০) এর অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে এই দোয়া- মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মিলাদ পরিচালনা করেন মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহীম।
মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে দোয়া -মোনাজাত অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন, অবিভাবক মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন, অভিবাবক মোঃ বেলাল, ইউপি সদস্য মোঃ ভুটটু মেম্বার, স্কুলেরসহকারী শিক্ষক মোঃ মাহবুব, মোঃ আনোয়ার হোসেন রিপন, মোঃ জসিমউদ্দিন,মোঃ সাহেদসহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য ১লা এপ্রিল রোজ শুক্রবার ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদ্রাসার সামনে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post