মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা: মনপুরা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে বৃস্পতিবার সকাল ১০টায় “ভোটার হবো নিয়ম মেনে ,ভোট দিবো যোগ্য জনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে একটি বণাঢ্য র্যালী উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যলী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্টি অফারেটর মোঃ শফিকুল আলম আরিফ,কিংকন চন্দ্র দাস, আতিকুর রহমান, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post