Print Date & Time : 4 July 2025 Friday 3:44 pm

মনপুরা শিশু-কিশোর ফুটবল একাদশ ফাইনাল অনুষ্ঠিত

মনপুরা প্রতিনিধি: মনপুরায় শিশু- কিশোর ফুটবল একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরযতিন গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে মনোয়ারা বেগম মহিলা কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল খেলা পরিচালনা করেন হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ সাব্বির আহম্মদ।
মা জননী ফুটবল একাদশ ও বয়স কম রক্ত গরম ফুটবল একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মা জননী ফুটবল একাদশ ২ গোল এবং বয়স কম রক্ত গরম ফুটবল একাদশ ১ গোল করেন। মা জননী ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করেন।
পরে খেলার মাঠে উপস্থিত দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ট্রপি ও রার্নাসআপ ট্রপি দলীয় অধিনয়ক এর হাতে তুলে দেওয়া হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//