মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা :
মনপুরা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি মনপুরা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনোয়ারা বেগম এবং সাধারন সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন আজাদ জয় লাভ করেন।
শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা প্রার্থীকে ভোট দেয়। প্রাথমিক শিক্ষক সমিতির সর্বমোট ১৯১ ভোটার এর মধ্যে ১৮৬ ভোটার ভোট দেন।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শন্তিপুর্নভাবে নির্বাচন সম্পন্ন করেন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি। প্রিজাইডিং অফিসার মোঃ মাহতাবউদ্দিন অপু ভুইয়া নির্বাচন শেষ করে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি পদে মনোয়ারা বেগম (ছাতা) মার্কা ৯৭ ভোট পেয়ে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ ইলিয়াছ রুবেল (চেয়ার) ৮৮ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন আজাদ(ফুটবল)১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আবুল কালাম (আম) ৪৯ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে বিজয় হয়েছেন মোঃ নুরুজ্জামান ১১১ ভোট, মোঃ মারুফ খালেক ৯০ ভোট ও কৃঞ্চগোপাল ৯০ ভোট পেয়েছেন। যুগ্ন সাধারন সম্পাদক পদে মোঃ সেলিম ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ছাইফুউদ্দিন ৯১ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোঃ ছালাহউদ্দিন ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী দয়াল হরী দাস পেয়েছেন ৭৪ ভোট। কোষাধক্ষ পদে মোঃ ইউনুছ ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ বেলাল পেয়েছেন ৭৮ ভোট।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post