Print Date & Time : 21 July 2025 Monday 5:00 pm

মনু নদীতে মিললো অজ্ঞাত ব্যাক্তির লাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৪০) বছর। মঙ্গলবার (২ আগষ্ট) বিকেল ৪ টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকার মনু নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীতে মঙ্গলবার বিকেলে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪ টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।


কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। তবে স্থানীয় লোকজনের তথ্য অনুসারে জানান নদীর স্রোতে লাশটি সীমান্তের ওপার থেকেও আসতে পারে বলে ধারণা করছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ আগস্ট ২০২৩