আলী আজগর স্বপনঃ একটা মন যা চায় তা কি পায়? উত্তর হবে নিশ্চয়ই না।
একটা মানুষের মধ্যে পরিমিত সবকিছু পাবেনা। যার আবেগ যত বেশি, বাস্তবতার জ্ঞান তার ততটাই কম। যার চেহারা সুন্দর, হয়তো তার মন সুন্দর না। কারো চোখ সুন্দর, কিন্তু দৃষ্টি ভঙ্গিটা সুন্দর না। কেউ আবার মেধাবী, কিন্তু স্মার্ট না। কেউ হয়তো খুব ভদ্র কিন্তু অনেক বেশি পরিমাণে বোকা।
যখন একটা মানুষের সাথে তুমি যে কোন সম্পর্কে জড়াতে চাও, তুমি ঐ মানুষটার ভেতরে সবকিছু এক সাথে চাও,তাকে চালাক হতে হবে, তাকে মাঝে মাঝে বোকাও হতে হবে। তাকে একইসাথে পড়ুয়া ও ফাঁকিবাজ হতে হবে। তার চেহারা সুন্দর হতে হবে, মন সুন্দর হতে হবে, সবকিছু সুন্দর হতে হবে। তাকে একই সাথে নরম এবং কঠোর হতে হবে। মোট কথা,তুমি যাকে চাও, তাকে একটা মহামানব হতে হবে !

Print Date & Time : 26 August 2025 Tuesday 5:36 pm