মনোহরদী বাজারে মোবাইল কোর্ট এক ভূয়া দন্ত্য চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে এবং একই সাথে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে দোকান বন্ধ রাখতেও নির্দেশ দিয়েছে।
বুধবার সন্ধ্যে ৭ টার দিকে মনোহরদী বাজারে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে বাজারের ডেন্টাল কাউন্সিলের অনুমোদনহীন দন্ত্য চিকিৎসক শাহাদাত ডেন্টাল কর্নারের মালিক মোঃ শাহাদত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ এস এম কাসেম পরিচালিত এ কোর্ট অবৈধভাবে ব্যবসার অভিযোগে ডেন্টাল কর্নারটি বন্ধ রাখতেও নির্দেশ দেন। এ ছাড়া কোর্ট মনোহরদী বাজার বাইপাস রোডের সামা হোমিও হলকেও অর্থ দন্ডে দন্ডিত করেছেন। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।