Print Date & Time : 21 April 2025 Monday 2:38 pm

ময়মনসিংহের তারাকান্দায় ২ বাইকার নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মোটরবাইকে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুর উপজেলার বওলা পুরান নগর গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মুরাদ মিয়া (৪০) ও একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৬০)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তারাকান্দাগামী একটি মোটরবাইকের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই দুই বাইক আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে অটোরিকশার চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

কে//দেশতথ্য //নভেম্বর ১৬/২০২৩