Print Date & Time : 10 May 2025 Saturday 1:09 pm

ময়মনসিংহের যুবক নিখোঁজ

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকার মাহমুদ আলম আরিফ (২৯) নামে  এক যুবক বুধবার (৩১ আগস্ট) থেকে নিখোঁজ রয়েছেন। 

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহের কোতোয়ালি থানায় মাহমুদ আলম আরিফের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ যুবকের পরিবারের লোকজন।  

নিখোঁজ আরিফের স্ত্রী জান্নাত মিশু বলেন, আমার স্বামী মাহমুদ আলম আরিফ গত বুধবার (৩১ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ময়মনসিংহের বাসা থেকে গাজীপুরে একটি লেদার কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার উদ্দেশে বের হন।

বাসে যাত্রা পথেও তার সঙ্গে আমার কথা হয়েছে, ফেসবুকে সেলফিও দিয়েছে কিন্তু সকাল ৯টার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।  

তিনি বলেন, ফোন ট্রাকিং-এ দেখা গেছে, আরিফের মোবাইল সংযোগটি সর্বশেষ ঢাকার উত্তরায় ছিল। ঘটনাটি ঢাকার তবুও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।  

জানা যায়, মাহমুদ আলম আরিফ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।

আর//দৈনিক দেশতথ্য//৩ সেপ্টেম্বর-২০২২