ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইউসুফ খান পাঠান।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক চশমা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৫৩৬ ভোট।
তিনি আরও জানান, ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিলেন দুই হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন এক হাজার ৫৯৮ জন এবং নারী ভোটার ছিলেন ৪৯১ জন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৭,২০২২//