Print Date & Time : 22 April 2025 Tuesday 11:55 pm

ময়মনসিংহে নৌকা হারালেন দুই নেতা

জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের আনন্দের বন‍্যা

মহাজোটের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগিতে ময়মনসিংহে নৌকা হারিয়েছেন ২ প্রার্থী। এ নিয়ে নৌকা মনোনীত এ দুই আওয়ামী লীগ নেতার কর্মী সমর্থকদের মধ‍্যে হতাশার সৃষ্টি হলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন‍্যা বইছে।

রবিবার  প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সাথে মহাজোটের আসন ভাগাভাগির তথ‍্য প্রকাশের মাধ‍্যমে সংশ্লিষ্টরা এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

নৌকা বঞ্চিত এ প্রার্থীরা হলেন- ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস ছাত্তার এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।

তবে এসব আসনে মহাজোট তথা জাতীয় পার্টির প্রার্থীরা হলেন-ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বতর্মান সংসদ সদস্য ফখরুল ইমাম এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি।  

এদিকে সংশ্লিষ্ট আসনগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এ নিয়েও মহাজোটের শরিকদল জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে।

তারেক//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৮,২০২৩//