Print Date & Time : 14 May 2025 Wednesday 3:28 pm

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭) ও একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বাঁশাটি পশ্চিম পাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমরে-মুচড়ে ছয় জন আহত হন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিজান মিয়া নামের একজন মারা যান।’

‘গুরুতর আহতাবস্থায় ফুলপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঞ্জুরুল ইসলাম নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আর//দৈনিক দেশতথ্য//২০২২