Print Date & Time : 5 July 2025 Saturday 10:53 am

মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি :
মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার বিকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থবারের আয়োজনের উদ্বোধন করেন।

এসময় নওগাঁ জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো: গোলাম মওলা এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং পুলিশ সুপার গাজিউর রহমান উপস্তিত ছিলেন।

এবারের আয়োজনে বিভিন্ন জেলার মোট ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ প্রবাহ সংসদ ও টাঙ্গাইল জেলাদল মুখোমুখি হয়।
উল্লেখ্য , বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের উন্নতম সংগঠক মরহুম আব্দুল জলিল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ২০১৮ সালে প্রথমবার আয়োজন করা হয় আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

দৈনিক দেশতথ্য//এইচ//