Print Date & Time : 24 April 2025 Thursday 6:35 am

মরেও শান্তি নেই: গোরস্থান থেকে চুরি গেছে ৩ টি লাশ

রোমান আহমেদ, জামালপুরঃ জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গোরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে । আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়েছে। এই ঘটনা এলাকাবাসিকে আতঙ্কিত করে তুলেছে।

স্থানীয়রা জানিয়েছেন ওই কবরস্থান থেকে নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের লাশ চুরি হয়ে গেছে। ঘটনাটি নিশ্চিত করে কেন্দুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দুর রহমান কালু জানান, রাতে কে বা কাহারা এই কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে ।

ঐ গোরস্থানে আরও দশ, বারোটি কবর আছে। সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, কঙ্কাল চুরির বিষয়ে কোন অভি্যোগ পাইনি এখনো । অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো ।

এবি/দৈনিক দেশতথ্য/২ নভেম্বর/২০২১