ভেড়ামারা প্রতিনিধি: অগ্নিকান্ডে আসবার পত্রসহ নগদ ৮ লক্ষ টাকার কিছু অংশ পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে।
জানা যায়. কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের আতিয়ার রহমান এর নিজ বসত বাড়িতে মশার কয়েলের আগুন থেকে দূর্ঘটনা বসত আমার আধা পাকা বসতবাড়ীতে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনায় বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র সহ নগদ ৮ লক্ষ টাকার কিছু অংশ পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ২৭ জুলাই ২৪ ইং তারিখে রাত্রী ৮ ঘটিকার সময়৷ এঘটনায় আতিয়ার রহমান বাদী হয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। ডিজি নং-৭৭৯ তাং ২২-০৮-২৪ ইং।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৪//