Print Date & Time : 15 May 2025 Thursday 3:27 pm

মসজিদের জ‌মি রক্ষা করতে গিয়ে আসামি: সংবাদ সম্মেলন

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:

মসজিদের জমি দখলের প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলায় আসামি হবার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মাসুদুজ্জামান কাজল।

রবিবার (১জুলাই) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, পটুয়াখালী পৌর শহরের আরামবাগ এলাকায় মসজিদ নির্মানের জন্য সাড়ে ১০ শতাংশ জমি দান করেন তার বাবা আলহাজ্ব আব্দুল মজিদ মিয়া। ১৯৮৫ সালে ওই জমির উপর আরামবাগ বাইতুল রেদোয়ান জামে মসজিদ নির্মাণ করা হয়। ২০২৩ সালে ঐ মসজিদের নির্মানাধীন টয়লেট নিজেদের দাবি করে জমি দখলের পায়তারা করেন প্রতিবেশি প্রফেসর গাজী সাঈদ ও তার জামাতা আবু সালেহ। এ সময় জমি দখলে বাধা দিয়ে এ ঘটনার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ জমি দাতার ওয়ারিশদের বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করছে। এক‌টি মামলায় পি‌বিআই আসামি বা মস‌জিদ ক‌মি‌টির কা‌রো সা‌থে কথা না ব‌লেই তদন্ত প্রতি‌বেদন দি‌য়ে‌ছে।

ভুক্ত‌ভো‌গি কাজ‌ল আ‌রো জানান, বিষয়‌টির সমাধা‌নের জন্য স্থানীয় রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিগণ একা‌ধিকবার সা‌লিশ বৈঠ‌কের আ‌য়োজন কর‌লেও ক্ষমতা এবং টাকার জো‌রে প্রতিপক্ষরা বার বার পার পে‌য়ে যায়। এসব বিষয় নি‌য়ে লি‌খিত ভা‌বে জেলা প্রশাস‌কের কা‌ছে আ‌বেদন কর‌লেও আজ অব‌দি কোন সমাধান হয়‌নি।
বর্তমা‌নে পু‌লি‌শের হা‌তে গ্রেফতারের ভ‌য়ে স্ত্রী প‌রিবার প‌রিজন নি‌য়ে কাজল পা‌লিয়ে ‌বেড়া‌চ্ছে। বার বার তা‌কেও হুমকীও দেয়া হ‌চ্ছে ব‌লে জানান ভূক্ত‌ভো‌গি কাজল।

এ বিষয়ে জানার জন্য প্রতিপক্ষ আবু সালেহর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।\

দৈনিক দেশতথ্য//এইচ//