শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটায় পৌরসভা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পৌর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওলানা রাইসুল ইসলাম, গাজী জুনায়েদুর রহমান, মোঃ শামসুদ্দিন, মোঃ আবু সাদেক, সাইদুল ইসলাম, ইব্রাহিম খলিল, গোলাম রাব্বানী, মোঃ আব্দুল্লাহ, আব্দুল মালেক, আব্দুস সালাম, মোঃ ওলিউল্যাহ, মনিরুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুল হাই, হারুন অর-রশিদ, আব্দুল মান্নান, আব্দুল হক, হাবিবুল্লাহ, কামরুল হুদা, মোঃ আব্দুর রশিদ, আকবার আলী, মোঃ রফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সাইদুজ্জামান, আব্দুস সাত্তার, আব্দুর রকিব, মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে উপজেলার সর্বোস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহণ করেন। এসময় তারা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Discussion about this post