Print Date & Time : 10 May 2025 Saturday 11:01 pm

মহানবী (সঃ) নিয়ে কুটুক্তি করায় দৌলতপুরে মানবন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একই সাথে কটুক্তিকারী ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালের দৃষ্টান্তমুলক শান্তির দাবী জানানো হয়।  শনিবার (১১ জুন) বাদ জোহর কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা কলেজ চত্বর থেকে দৌলতপুর উপজেলাবাসীর ব্যানারে  প্লাকার্ড হাতে নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বাজারে তারাগুনিয়া দৌলতপুর সড়কে ছাত্রলীগ কর্মীরা মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে কুটুক্তিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেন। সেইসাথে কঠিন হুসিয়ারীও প্রকাশ করেন।

আর//দৈনিক দেশতথ্য// ১১ জুন-২০২২//