Print Date & Time : 15 May 2025 Thursday 1:02 am

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শুটিং প্রতিযোগিতা

কুষ্টিয়া প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শু্যটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া রাইফেল ক্লাবের আয়োজনে এ শু্যটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শুটিং প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধাসহ নারী, পুরুষ শু্যটাররা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মো: এহেতেশাম রেজা।

রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুলের সভাপতিত্বে এসময় ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম কাদেরী শাকিল, মিজানুর রহমান লাকী, নির্বাহী সদস্য জহুরুল হক রনজু, সায়মা আক্তার রিতা, কোষাধ্যক্ষ ও কোচ হাফিজুর রহমান ডলারসহ রাইফেল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসে্ম্বর ১৫,২০২৩//