Print Date & Time : 12 May 2025 Monday 1:05 pm

মহান বিজয় দিবস উপলক্ষ‍্যে নওগাঁয় সভা

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ‍্যে নওগাঁয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষ‍্যে দিনব‍্যাপী শিশুদের দেশাত্ববোধক সংগীত, চিত্রাঙ্গন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।
পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ‍্যে পুরস্কার বিতরন করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//