Print Date & Time : 20 April 2025 Sunday 8:38 pm

মহেশপুরে টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে টাকা নিয়ে ফেন্সিডিলসহ আটক এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক এএসআই’র বিরুদ্ধে। অভিযুক্ত এএসআই রেজা মহেশপুর থানায় কর্মরত আছে।

জানা যায়, সম্প্রতি মহেশপুর উপজেলার পুড়াপাড়া- কোটচাঁদপুর সড়কের চাঁদপাড়া এলাকা থেকে দুই বোতল ফেন্সিডিলসহ হাবিল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে এএসআই রেজা পারভেজ। আটক করার পর তাকে থানায় সোপর্দ না করে ৩০ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মাদক ব্যবসায়ী হাবিল’র শশুর ফুলজার রহমান বলেন (গোপন ক্যামেরায় ধারণকৃত), কোটচাঁদপুরের যাগের কাজ থেকে মাল কিনিলো তারা ধরি দিছে। পুলিশ ৩০ হাজার টাকা নিছে।

নামক প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যাক্তি জানান, এএসআই রেজা ফেন্সিডিলসহ হাবিলকে আটক করার পর টাকাদাবী করে। পরে হাবিল ৩০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়।

এলাকার সচেতন মহল বলছে, সরকার যেখানে আগামী প্রজন্ম ও সমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন পরিকল্পনা করছে সেখানে মহেশপুর থানার এএসআই রেজা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়িকে আটক করার পর টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। এতে পুলিশ বাহিনীর ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

অভিযুক্ত এএসআই রেজা পারভেজ’র কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওই স্থানটি আমার এরিয়ার বাইরে। টাকা নেওয়া দুরের কথা তাকে আমি আটকই করিনি। বিষয়টি আমি কিছুই জানি না।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, অন্যকোন বিষয় হলে মানতাম কিন্তু টাকা নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে এটা মেনে নিচ্ছি না। কারণ এর কোন সুযোগই নেই।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৬ ফেব্রুয়ারি ২০২৩