Print Date & Time : 2 July 2025 Wednesday 5:54 am

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবু কালাম (৫৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

শুক্রবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশী আরিফুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে বেড়া পরিস্কার করছিলো ভ্যান চালক আবু কালাম। সেসময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝে দেওয়া হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১৯ আগষ্ট-২০২২