Print Date & Time : 17 July 2025 Thursday 9:40 pm

মহেশপুরে সড়ক দূর্ঘটনায় কৃষক নিহত

ঝিনাইদহের মহেশপুরে ভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুল্লা গ্রামের আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী শাহাবুল হোসেন জানান,  আলমগীর হোসেন মোটর সাইকেল যোগে নেপামোড় থেকে দত্তনগর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক আসা বিজিবির একটি গাড়ীকে সাইড দিতে দিয়ে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন নিহত হয়।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//১০ জুন-২০২২//