Print Date & Time : 11 May 2025 Sunday 3:54 am

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে সড়ক দুর্ঘটনায় তোজাম্মেলন হোসেন (৭২) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।

বুধবার সকালে মহেশপুর-বাথানগাছী সড়কের বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তোজাম্মেল হোসেন বাথানগাছী গ্রামের মছেদ আলি বিশ্বাসের ছেলে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ী থেকে মটরসাইকেলে যোগে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি গরুর গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখানে থেকে তাকে উদ্ধার করে পার্শবর্তী চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তোজাম্মেল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।