Print Date & Time : 2 July 2025 Wednesday 3:13 am

মহেশপুরে ৫টি স্বর্ণের বারসহ একজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি ।।ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসষ্ট্যান্ড থেকে ৫টি স্বর্ণের বারসহ রবিউল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক  করেছে  বিজিবি।

রোববার (৩১ জুলাই) সকালে খালিশপুর বাজারে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করে  রবিউল ইসলাম নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত রবিউল উপজেলার গুড়দাহ গ্রামের  মোকছেদ আলীর ছেলে।

৫৮বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো: তাকের জানান, গোপন সংবাদের খালিশপুর থেকে জীবননগরগামী হাজীয় ডিলাক্স নামেরএকটি যাত্রী বাহি বাসে অভিযান  চালানো  হয়। এ সময় রবিউল হোসেন কে তল্লাশি করে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//৩১ জুলাই-২০২২//