ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিজিবি অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৫) নামের এক জনকে আটক করেছে। সে উপজেলা জাগুসা গ্রামে আব্দুল লতিফের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ প্রেস বিফ্রিংয়ে জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় মোটর সাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫’শ ৩০ গ্রাম ওজনের ৯৮ টি ছোট ও ১ টি বড় সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এবি//দৈনিক দেশতথ্য//১ মার্চ, ২০২২//

Discussion about this post