Print Date & Time : 1 July 2025 Tuesday 5:03 pm

মহেশপুর সীমান্ত থেকে ৮৬ টি স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় ৮৬ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার ওজন ১১ কেজি ৩’শ ৯০ গ্রাম।

মঙ্গলবার বিকেলে উপজেলার যাদবপুর গ্রামের একটি কলাবাগান থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।


মঙ্গলাবার রাত ৮ টার দিকে এক সংবাদ সম্মেলনের ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যাদবপুর গ্রামের একটি কলাবাগানে স্বর্ণের মাটিতে পুতে রাখা আছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পুতে রাখা ৮৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্যে প্রায় ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। এগুলো অবৈধ ভাবে ভারতে পাচার করার জন্য সেখানে পুঁতে রাখা হয়েছিলো। সুযোগ বুঝে বিজিবির চোঁখ ফাকি দিয়ে পাচারকারীরা ভারতে পাচার করতো। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।