শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিজ মাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (২০) নামের এক
যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযুক্ত বিল্লাল হোসেন উপজেলার আটারই গ্রামের মৃত. জসিম উদ্দীন মোড়লের ছেলে।
ভুক্তভোগী ওই মায়ের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯মার্চ) রাতে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন তিনি। একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে বিল্লাল তার মায়ের ঘরে প্রবেশ করে। এরপর সে জোরপূর্বক নিজ মাকে ধর্ষণ করে।
এ ঘটনায় শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী মা বাদী হয়ে
তালা থানায় অভিযোগ দায়ের করলে ওইদিন রাতেই উপজেলা সদরের আটারই গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম চৌধুরী বলেন, নিজ মায়ের দায়েরকৃত ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে বিল্লাল নামের ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপকর্মের দায় স্বীকার করেছে। এ
ব্যাপারে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post