কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ির নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রিজভি তার মা আলিমা খাতুন কে নিয়ে প্রথম কর্ম দিবস শুরু করে সাড়া ফেলেছেন।
সন্ত্রাস কবলিত এই ইউনিয়নের নির্বাচন হয় গত ৫ই জানুয়ারি। পঞ্চম ধাপের এই নির্বাচনে পাটিকাবাড়িতে চারজন প্রতিদ্বন্দিতা করেন। তাদের মধ্যে সতন্ত্র প্রার্থী শেখ রিজভি উজ্জামান ৪৯৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দি নৌকার প্রার্থী সাইদুর রহমান পান ৩২৩৭ ভোট।
মায়ের প্রতি শ্রদ্ধা ও মায়ের দোয়া নিয়ে ইউনিয়ন বাসীর সেবা করার প্রতিশ্রুতি দিলেন তিনি। এ সময় রিজভি বলেন আমি আমার ইউনিয়নের সকলকে সমানভাবে সেবা প্রদান করবো এবং গরীব ও অসহায় মানুষের পাশে সব সময় থাকবো। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমার ইউনিয়নে যা যা করার প্রয়োজন সেগুলো আমি করে যাবো এবং রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সকলে মিলেমিশে কাজ করবো।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২০//২০২২//

Discussion about this post