Print Date & Time : 2 July 2025 Wednesday 10:26 am

মাকে হত্যার অভিযোগে বাবাকে পুলিশে দিল মেয়ে

মাহাবুব ইসলাম, কুষ্টিয়া:মেহেরপুর মা সকিনা খাতুন কে হত্যার দায়ে বাবাকে পুলিশের হাতে তুলে দিলেন নিহত সকিনা খাতুনের মেয়ে সুমনা খাতুন। নিহত সকিনা খাতুন ওই এলাকার বদর আলী ওরফে বগা কসাইয়ের স্ত্রী বলে জানা যায়।
মঙ্গলবার (৭ জুন), সকালের দিকে মেহেরপুর শহরের পৌর গোরস্থান পাড়া এলাকায় নিজ বাড়ির বারান্দা থেকে সকিনা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

নিহত সকিনা খাতুনের মেয়ে সুমনা খাতুন জানান, রাতে মায়ের সঙ্গে ঘরে ঘুমাতে যায়। একসঙ্গে ঘুমালেও ভোর রাতে মা সকিনা কে বিছানায় না পেয়ে ঘরের বাইরে খুজতে এসে বারান্দায় মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সুমনা খাতুন আরও জানান, বাবা বদর আলী প্রতিনিয়ত আমার মাকে নির্যাতন করে আসছিলেন। রাতে তার মাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।
পরে সন্তানের অভিযোগের ভিত্তিতে সকিনার স্বামী বদরকে আটক করে সদর থানা পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার অভিযোগে স্বামী বদর আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//