Print Date & Time : 23 April 2025 Wednesday 6:47 pm

মাগুরায় টেকসই প্রকল্পের জেলা কর্মশালা

মাগুরায় যশোর অ লে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের জেলা মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপি মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিষ্ণু পদ সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান। 

উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন যশোর অ লে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। 

যশোর অ লে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মুল্যায়ন কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, মেহেদুল ইসলাম, অত্র প্রকল্পের জুনিয়র পরামর্শক ইমরুল পারভেজ, আব্দুল্লাহ প্রমুখ।

কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা বাজার কর্মকর্তা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা, মসলা গবেষণা, জেলা সমবায় কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ ডিসেম্বর ২০২৩