মো.আলাউদ্দীন, হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হাটহাজারীর হালদা নদীর পাহারাদার নাজিম উদ্দীন (৩৭) নামের এক ব্যক্তিকে নিষেধাজ্ঞা অমান্য করে ওই নদী থেকে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে আটক করে কারাগারে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৭ আগষ্ট) সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম এ কারাদণ্ডাদেশ দেন।
সূত্রে জানা যায়, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জব্বার বলি বাড়ির মো.শাহ আলমের পুত্র নাজিম হালদা নদীর পাহারার দায়িত্বে নিয়োজিত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) নামক একটি এনজিও’র স্বেচ্ছাসেবক ছিলেন । তার বিরুদ্ধে বরশি দিয়ে গত শনিবার একটি ৬ কেজি ওজনের মা মাছ (কাতল) ও গত (রবিবার) ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরার অভিযোগ পেলে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মাছ শিকারী নাজিমকে আটক করা গেলেও মাছটি উদ্ধার করা সম্ভব হয়নি। আটকের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নাজিম মাছটি চৌধুরীহাট বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করে। আটককৃতের ভাষ্যমতে অপরাধ প্রমাণিত হওয়ায় ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হালদা মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২

Discussion about this post